একটি আদর্শ প্রতিষ্ঠান বৈশিষ্ঠ্য হলো তাঁর প্রতিষ্ঠানের প্রশিক্ষার্থীদের শুধুমাত্র স্বপ্ন দেখতেই শেখান না বরং স্বপ্নকে সত্যি করতে সহায়তা করেন। টুইনসফ্ট প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নকে সাফল্যে রূপান্তর করার লক্ষ্য নিয়ে। একজন স্টুডেন্ট এর সফল ক্যারিয়ারের স্বপ্ন যেন বাস্তবে রুপ নেয় সেই লক্ষ্যেই আমাদের যাবতীয় কর্মযজ্ঞ।“আমরা বলে থাকি টুইনসফ্ট ট্রেণিং স্বপ্ন যেখানে সত্যি হয়-“কথাটি স্বার্থক তখনি হয় যখন শিক্ষার্থীদের স্বপ্নগু্লো বাস্তব পূরণ হয় টুইনসফ্ট ট্রেণিং এর হাত ধরে,টুইনসফ্ট ট্রেণিং আজ সক্ষম হয়েছে এক ঝাক অধম্য ফ্রিল্যান্সার তৈরী করতে।যারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কাজ করে বহির বিশ্ব থেকে নিয়ে আসতেছে শত শত $ডলার,যা আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন,কর্মসংস্থান ও বেকারত্ব মুক্তিতে বিশেষ অবদান রাখছে,তাই আজ টুইনসফ্ট গর্বিত দেশের ফ্রিল্যান্সিং খাত কে এগিয়ে নিতে অংশিদার হতে পেরে। টুইনসফ্ট এর স্টুডেন্টরা টুইনসফ্টে এসেছিলেন ফ্রিল্যান্সিং কোর্স করে স্বাবলম্বী হয়ে ক্যারিয়ার গড়ার জন্য।টুইনসফট ট্রেনিং এর সঠিক প্রশিক্ষন ও দিকনির্দেশনায় আজ তারা সফল ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন লেভেল-১ সেলার হিসেবে,ইনকাম করছেন বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে। টুইনসফ্টে এর পক্ষ থেকে তাদের সফলতা কামনা করছি।
Hits: 583