Mentor of Full Stack Web Development, Graphics Design & Digital Marketing
আমি এস এম ইব্রাহীম সুমন,পরিচালক টুইনসফ্ট টুইনসফ্ট ট্রেনিং,পাশাপাশি টুইনসফ্টে মেন্টরিং করছি ২০০৯ সাল থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও এসইও ডিপার্টমেন্টে,সাথে দীর্ঘদিন থেকে লোকাল ও আন্তর্জাতিক মার্কেটপ্লেস গুলোতে সফলতার সাথে করছি ফ্রিল্যান্সিং। আমি সব সময় চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে একজন শিক্ষার্থীকে শুরু থেকে সফল ক্যারিয়ার গড়া পর্যন্ত সাপোর্ট দিতে। ২০০৯ সাল থেকে প্রশিক্ষন প্রদানের মধ্যমে আমি তৈরী করেছি অসংখ্য ফ্রিল্যান্সার ও আইটি এক্সপার্ট, যারা দেশে-বিদেশে ফ্রিল্যান্সিং এ কাজ করে হয়েছেন স্বাবলম্বী। আমার কোর্স গুলে আমি সাজিয়েছি আন্তর্জাতিক মার্কেটপ্লেসের কাজের কোয়ালিটি এবং চাহিদ অনুযায়ী এবং আপডেট মডিউলে, পাশাপশি আমি দিচ্ছি লাইফটাইম সাপোর্ট।আমি মনে করি আপনি নিজেকে একজন সফল আইটি এক্সপার্ট ফ্রিল্যান্সার হিসেবে তৈরী করতে এনরোল করতে পারেন টুইনসফ্টে।